• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন


Newsofdhaka24.com ; প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০২ এএম
দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : ১৪-০৫-২০২২
করোনা পরবর্তী শিশুদের মানসিক বিকাশে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার সকালে কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। 

এসময় জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরন্নবী খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।

দু’দিন ব্যাপী মেলায় ১০টি সরকারি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শিশুতোষ বিষয়ক উপকরণের পসরা দিয়ে মেলাটিকে সাজিয়ে তুলেছে। মেলার পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে কুইজ, চিত্রাংকন, মেয়েদের কারাতে প্রতিযোগিতা, খেলাধূলা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম অধ্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় মেলাটির আয়োজন করা হয়।
 

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

বিশেষ সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ