
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী চিতারবাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচিতদের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় চিতারবাজারে আয়োজিত অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের নিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
চিতারবাজার বণিক সমবায় সমিতির অন্তর্বর্তী কমিটির সভাপতি প্রফেসর মাসউদুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, নবনির্বাচিত সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি লুৎফর বিশ্বাস, সাধারণ সম্পাদক শাকিল মোল্যা, চিতারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মওলা বিশ্বাস, মো. বাদশা মোল্যা, এম এ মাজেদ মুন্সি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে সমিতির উন্নয়ন ও বাজারের সার্বিক স্বচ্ছতা বজায় রাখতে হবে। স্বচ্ছতা ও সহযোগিতার মাধ্যমে চিতারবাজারের ব্যবসায়িক পরিবেশ আরও সমৃদ্ধ করতে হবে। সমিতির গঠনতন্ত্র মেনে সকল প্রকার বিভেদ ও ষড়যন্ত্র রোধ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সমিতির ফান্ড গঠন করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সহায়তা প্রদান এবং বাজারে ক্রেতা-বিক্রেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।
নির্বাচন কমিটি ও বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, কোনো প্রার্থীতা প্রত্যাহার বা আপিল আবেদন না থাকায় নিম্নোক্ত সদস্যরা সমবায় সমিতি বিধিমালা ২০০৪-এর ৩২(১) বিধি অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়, সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি লুৎফর বিশ্বাস, সাধারণ সম্পাদক শাকিল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম আহমেদ, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদুল হক এবং সদস্য হিসেবে বিলায়েত হোসেন, মাদুস হোসেন মোল্যা, লিটন কুমার রায় ও মো. রবিউল ইসলাম।
টুটুল বসু,
বোয়ালমারী,ফরিদপুর
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: