• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

শেষ হিসেবটা অর্থের নয়  কর্মের হবে: হারিচুর রহমান সোহান


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম
সোহান
সমাজসেবক জনাব হারিচুর রহমান সোহান,

সানজিদা আক্তার এশা: 

সিনিয়র রিপোর্টার: নিউজ অব ঢাকা

পাঞ্জেরী (পথপ্রদর্শক)  

জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি

জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি,

দেখো চেয়ে দেখো সূর্য উঠার কত দেরি কত দেরি|

জাতির পথ-প্রদর্শক যদি শিক্ষিত হয়, জ্ঞানী হয়, স্বার্থহীনভাবে দেশ মানুষের কল্যাণে কাজ করে যান| তাহলে যেকোনো জাতির অথবা জনপদের সাধারন জনগন খুঁজে পাবে সঠিক আলোর দিশা, এগিয়ে যাবে উন্নতির শিখরে যেকোন সমস্যার সমাধানে পাবে সুপরামর্শ|

 মনে করুন

একটি যুদ্ধে একশত জন সৈনিক এবং একজন দলপ্রতিনিধি (ক্যাপ্টেন) নির্বাচন করা হয়, তাহলে যুদ্ধে জয়ী হতে হলে সর্বপ্রথম কি প্রয়োজনহ্যাঁ বন্ধুরা সর্বপ্রথম প্রয়োজন দলপ্রতিনিধি যোগ্য হওয়া প্রয়োজনতাহলেই কৌশলে যুদ্ধে জয় লাভ করা সম্ভব হবে|

সমাজসেবক জনাব হারিচুর রহমান সোহান, বলেন নিজের মনকে পরিস্কার রাখুন কারন শেষ হিসাবটা অর্থের নয় ব্যক্তি কর্মের দ্বারা করা হবে| মানুষের দুইটি পরিচয় থাকে প্রত্যক্ষ-পরোক্ষ মানুষ যখন কোন স্থানে উপস্থিত থাকেন তখন তার একটি পরিচয় ফুটে উঠে, পক্ষান্তরে যখন অনুপস্থিত থাকেন অথবা মৃত্যুবরণ করেন তখন তার আর একটি পরিচয় ফুটে ওঠে এই পরিচয়টি হচ্ছে আসল পরিচয়|

তাইতো কবি শেখ সাদী () বলেন

এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি,  কাঁদিবে ভুবন|

প্রকৃতপক্ষে আপনি যদি একজন ভালো ব্যক্তি হন এবং ভালোভাবে জীবন যাপন করেন, তাহলে আপনি মৃত্যুবরণ করলেও পরপারে ভালো থাকবেন এবং আপনি বেঁচে থাকবেন কোটি প্রাণের অনুপ্রেরণা হয়ে|

Newsofdhaka24.com / সানজিদা আক্তার এশা

বিশেষ সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ