• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের দেওয়ালে লিখন ও ছবি অংকন


Newsofdhaka24.com ; প্রকাশিত: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৯ পিএম
আলফাডাঙ্গায়
শিক্ষার্থীদের দেওয়ালে লিখন ও ছবি অংকন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে চিত্রে ও লিখনিতে আন্দোলনের মূহুর্তের ছবি ফুটিয়ে তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার ১ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এস এম হাফিজুর রহমানের তত্ত্বাবধানে সকলের একনিষ্ঠ প্রচেষ্টায় বিভিন্ন কলেজ, মাদরাসা, স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আলফাডাঙ্গায় দেয়াল লিখন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলন শুরুতে শিক্ষার্থীদের আন্দোলন হলেও পরে শিক্ষকসহ সাধারণ জনতাও নেমে আসে রাস্তায়। রুপ নেয় গণ আন্দোলনে।

 

যার ফলে ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এ যেন দেশের আর এক স্বাধীনতা।যার জন্য প্রান দেয় শত শত আন্দোলনকারীরা। এই ইতিহাসই দেয়াল চিত্রে ও লিখনিতে তুলে ধরছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলফাডাঙ্গার শিক্ষার্থীরা। হাফিজুর রহমান বলেন, তখনকার ঘটনাগুলো যেন নতুন প্রজন্ম জানে, যাতে এই ঘটনা সবার মনে ছবি হবে থাকে তাই আমরা চেষ্টা করছি সেই ঘটনাগুলোকে এই চিত্র ও লিখনিতে ফুটিয়ে তুলতে।

 

চিত্রে ও লিখনিতে আবু সাঈদ, চেয়েছি অধিকার হয়ে গেলাম রাজাকার, পরাধীনতা ছেড়ে স্বাধীনতা, আমরা তোমাদের ভুলবোনা, আয়নাঘর ইত্যাদি ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। যা দোলা দিয়েছে সাধারনের মনে। যা প্রশংসা দাবীদার। এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে রইচউদ্দিন, জাবেদ হোসেন, ইউসুফ, নাঈম, রজিন, মনিরুল ইসলাম, মেহেদি, হাসান, তালহা, ফারিহা সুলতানা, মাসুমা, ফাহিমা, মারজিয়া, নাসিম,রাফি সহ আরও অনেক শিক্ষার্থী।

নিউজঅবঢাকা/অ/পি

Newsofdhaka24.com / News

বিশেষ সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ