ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালদ্বীপ,থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভিসা ছাড়াই ঘুরতে যেতে পারবেন পর্যটকরা অত্যন্ত কম খরচে সেই সুযোগ পাওয়া যাচ্ছে।
কম্বোডিয়া : ভিসা ছাড়া পর্যটকরা বিদেশে ঘুরতে যেতে পারবেন বিষয়টা পুরোপুরি এমন নয়। এই পাঁচটি দেশে ঘুরতে যাওয়ার জন্য আপনাকে দেশ থেকে ভিসা করতে হবে না। এগুলি পর্যটকদের অন অ্যারাইভাল ভিসার সুবিধা দিচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরেই আপনাকে নির্দিষ্ট মেয়াদের ভিসা দিয়ে দেওয়া হবে।
কম্বোডিয়ায় অন আ্যগরাইভাল ভিসার জন্য পর্যটকদের খরচ হয় মাত্র ২,৩১৬ টাকার আশেপাশে। এই দেশের বিমানবন্দরে পৌঁছে অন অ্যারিভাল ভিসা পেতে হলে আপনাকে নিজস্ব পাসপোর্ট, ফটো ফিরে যাওয়ার প্লেনের টিকিট ও কম্বোডিয়ার কোথায় থাকবেন সেই হোটেলের বুকিংয়ের যাবতীয় তথ্য দেখাতে হবে। এদেশে ভারতীয় পর্যটকদের ৩০ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।
ইন্দোনেশিয়া : এখানেও মাত্র ২,৩১৬ টাকা খরচ করে অন অ্যারাইভাল ভিসা পান ভারতীয় পর্যটকরা। ইন্দোনেশিয়াও ৩০ দিনের জন্য ভারতীয় পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা দেয়। জন্য বিমানবন্দরে পাসপোর্ট, ফটো ফিরে যাওয়া প্লেনের টিকিটের প্রমাণপত্র দেখাতে হবে।
মালদ্বীপ : এই দেশে ভিসা ছাড়া গিয়ে পৌঁছনো ভারতীয় পর্যটকদের অন অ্যারাইভাল ভিসার জন্য ৩,৭৪৪ টাকা খরচ করতে হয়। মালদ্বীপ ভারতীয় পর্যটকদের ১৪ দিনের ভিসা দেয়।
থাইল্যান্ড :এই দেশে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা করার জন্য ১৮৩৪ টাকা খরচ হয়। থাইল্যান্ড ভারতীয় পর্যটকদের ৩০ দিনের জন্য ভিসা দেয়।
শ্রীলঙ্কা : এই দেশে অন অ্যারাইভাল ভিসার খরচ সবচেয়ে কম। এখানে১৬৫৫ টাকা দিয়ে ৩০ দিনের ভিসা পান ভারতীয় পর্যটকরা। পাশাপাশি প্রমাণপত্র হিসেবে ভারতীয় পাসপোর্ট, নিজের ফটো এবং ফিরে যাওয়ার প্লেনের টিকিট দেখাতে হয়। শুধু তথ্য জানা নয় এবার আপনি খুব সহজেই এই পাঁচ দেশে ঘুরে আসুন। দেশগুলির প্রাকৃতিক সৌন্দর্য যেমন দুর্দান্ত তেমনই ভিসা পলিসের কারণে আপনাকে কোনও দুশ্চিন্তায়
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: