
কম দামে আইফোন আইপ্যাড বাজারে আনার চিন্তাভাবনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তি কোম্পানি অ্যাপল।
৮ মার্চ কোম্পানির সিদ্ধান্ত নিয়েছে নতুন এই মডেলের ফোনগুলি উৎপাদনের ঘোষনা দিবেন ।
তথ্য সূত্রে আরো জানা যায়, কম দামের আইফোন ও আইপ্যাড বাজারে আনার ঘোষণা দেয়ার প্রস্তুতি গ্রহণ করছে বৃহত্তর অ্যাপল কোম্পানি। ২০২১ সালের অক্টোবর পর এই প্রথম নতুন সিদ্ধান্তে উপনীত হচ্ছেন এবং কোম্পানি। ৫ ফেব্রুয়ারি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এটি ঘোষণা দেয়ার জন্য ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে কোম্পানি। বর্তমানের আইফোনের স্বল্পমূল্যে যে ফোনটা রয়েছে তার দাম তিনশত নিরানব্বই ডলার যেটা বাজারে এসেছিল ২০২০ সালে।
নতুন যে মডেলগুলো আনার সিদ্ধান্ত গ্রহণ করছে তাতে ৫- জি সুবিধা ও থাকবে।
আশা করা যায় কোম্পানি যদি এই ফোনটি বাজারজাতকরণ করেন এবং গুণগত মান ভালো করার চেষ্টা করেন তাহলে ক্রেতাসাধারণ আগ্রহ থাকবেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: