• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫


Newsofdhaka24.com ; প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৪৫ পিএম
আহত ৫
বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে নামযজ্ঞ শুনে ফেরার পথে  ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দী মাদ্রাসা সংলগ্ন  মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মৃত যুগল কুমার সাহার  ছেলে সাতৈর বাজারের কসমেটিক ব্যবসায়ী বিপ্লব কুমার সাহা মধু (৫৫) ও একই বাজারের ব্যবসায়ী সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের অখিল  সাহার ছেলে মুদি ব্যবসায়ী  নারায়ণ সাহা (৫৬)।
 আহতরা হলেন সঞ্জয় বণিক( ৪০),  নেপাল সাহা (৫০) হারান সাহা (৬০) টুকটুকি বণিক (৯) ও ভ্যান চালক সুমন। আহত ৫ জন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শিশু টুকটুকি বণিকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,  উপজেলার কাদিরদী পঞ্চবটী আশ্রমে অনুষ্ঠিত নামযজ্ঞ শুনে একটি অটোভ্যােনে বাড়ি ফিরছিলেন ৭ জন। দূর্ঘটনাস্থলে পৌছালে কুকুরের তাড়ায় পলায়ন রত একটি শিয়াল আটোভ্যানের সামনের চাকার নিচে পড়ে গেলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কাঠের গুড়ি বোঝায় ঢাকা মেট্রো ট -১৬৫১১৭ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এসময় ভ্যানটিতে থাকা মধু সাহা ও নারায়ণ সাহা দ্রুতগামী ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনা স্থলের অদূরেই ঘাতক ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করছে। বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান - খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মী ও পুলিশ  ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।  নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ২ চেয়ারম্যানের মাধ্যমে  সৎকারের জন্য মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


টুটুল বসু
বোয়ালমারী ফরিদপুর 

Newsofdhaka24.com / News

দুর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ