রুহুল আমিন বাবুল কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
শাহ আরেফিন টিলা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ, লুটপাট ও টিলা ধ্বংসকারীদের বিরুদ্ধে ডিসি সারোয়ার আলম এর অভিযান।
সোমবার বেলা ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন। অভিযানে গর্ত থেকে অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ. পিপিএম, ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্স।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি সারোয়ার আলম আরো বলেন, ওসিকে বলা হয়েছে শাহ আরেফিন টিলা পাথর লুটপাট ও উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য। আমরা চাই যে কোন ভাবে শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধ করতে। কোন ভাবেই প্রকৃতিক সম্পদ নষ্ট করে মানুষের জীবন হুমকিতে ফেলে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন এখানে অপরাধী চক্র খুব শক্তিশালী এতদিন আমাদের পর্যাপ্ত জনবল ছিল না। এখন আমরা আরো ফোর্স দেবো এবং যে রাস্তা দিয়ে এই গাড়িগুলো যায় সেই রাস্তা আমরা ব্লক করে দিবো। পাথর উত্তোলন বন্ধ করতে যা যা করা প্রয়োজন আমরা তাই করবো। তিনি বলেন আরেফিন টিলার পাথর যে সকল ক্রাশার মিলে ভাঙ্গা হয় সেই মিলের মালিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এবং পাথর ভাঙ্গার সকল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে।
Newsofdhaka24.com / Ruhul Amin
আপনার মতামত লিখুন: