বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ আগস্ট) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় ছারার পাড় উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ছারার পাড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হেদায়েত শাহ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর শাদীদ মোঃ মুনতাসির এলাহী ছারার পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা'র সভাপতি আব্দুল মোমিন সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে মাদকবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর ওই স্কুল মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা'র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: