আল্লাহ পাক রব্বুল আলামীন মানব সৃষ্টির পূর্বে তার রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু তা আমাদের ভাল এবং মন্দ কাজের জন্যে বৃদ্ধি ও রাস পায়।
১/ তাকওয়া অবলম্বন করুন আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস এবং ভয় বিধি নিষেধ মেনে চলুন।
২/ বেশি বেশি তাওবা ও ইস্তেগফার পড়ুন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন।
৩/ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন এবং তাদের হক আদায় করুন এতে করে রিজিক এবং আয়ু বৃদ্ধি পায়।
৪/ হযরত মুহাম্মদ (সা:) এর উপর বেশী বেশী দরুদ পাঠ করুন।
৫/ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করুন।
৬/ সামর্থ্য থাকলে হজ করুন এবং বারে বারে ওমরা হজ করুন।
৭/ দুর্বলের প্রতি সর্বদা সদয় থাকুন।
৮/ ইবাদতের জন্য নিজেকে ঝামেলা মুক্ত রাখুন।
৯/ আল্লাহর রাস্তায় হিজরত করুন।
১০/ আল্লাহর পথে জিহাদ করুন।
১১/ আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করুন।
১২/ বিবাহযোগ্য হলে বিবাহ করুন।
১৩/ অভাবের সময় আল্লাহমুখী হন এবং বেশি করে দোয়া করুন।
১৪/ তাহাজ্জুদের সালাত আদায় করুন এবং গভীর রাতে আল্লাহকে স্মরণ করুন।
১৫/ গুনাহ ত্যাগ করুন আল্লাহর দ্বীনের উপর অটল থাকুন ও বেশী বেশী নেক আমল করার চেষ্টা করুন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।
১৬/ মাগরিবের সালাত আদায়ের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন।
১৭/ মাতা পিতার খেদমত করুন এবং তাদের ভালো প্রয়োজন গুলো মেটানোর চেষ্টা করুন।
১৮/ সততার সাথে কাজ শ্রম দিন।
ইনশাআল্লাহ এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদেরকে তার এডেল রিজিক ভান্ডার থেকে আমাদের দিকে সাহায্যে পাঠিয়ে দিবেন।
বিস্তারিত পড়ুন....
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: