
বিকালে ১৮ জুলাই ২০২৫ ইং শুক্রবার রাজধানীর পশ্চিম রামপুরা জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক দিপু তালুকদার। তিনি পত্রিকার ম্যানেজার, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ সভাপতি উজিরপুরে কৃতি সন্তান সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহর সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হন।
সাক্ষাৎকালে সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিভাগীয় পর্যায়ে সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণ নিয়ে তারা আলোচনা করেন। এছাড়াও, সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দিপু তালুকদার বলেন, বরিশালসহ দেশের প্রতিটি অঞ্চলে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের জন্য কেন্দ্রীয় গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি।
মোঃ মাসুম বিল্লাহও সাংবাদিক ঐক্য ও উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানান
এবং ভবিষ্যতে বরিশালের সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত
রাখার আগ্রহ প্রকাশ করেন।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: