গত ১৭ই মার্চ ২০২২ বৃহস্পতিবার সকালে মাদ্রাসা থেকে ছেলেটি বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু সে আর বাড়ি ফেরেনি।
নিখোঁজ ছেলেটির নাম
মোহাম্মদ সাব্বির মোল্লা।
বয়স আনুমানিক ১৩।
পিতার নাম :হেমায়েত মোল্লা।
মাতার নাম :ময়না বেগম।
বাসস্থান :কামারগ্রাম।
থানা: আলফাডাঙ্গা।
জেলা: ফরিদপুর।
মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা ,স্বাস্থ্য মোটা ,মাথার চুল কালো, পায়জামা পাঞ্জাবি পরা ছিল নেভি ব্লু কালারের ,তার সাথে একটি হিরো বাই সাইকেল ছিল।
উচ্চতা: ৫ফুট।
মাদ্রাসার ঐ ছাত্র টি নিখোঁজ হয়ে যাওয়ার পরে আলফাডাঙ্গা পৌরসভার সিসিটিভি ফুটেজে চেক করে দেখা গেছে সে সকালে ব্রিজ পার হয়ে বোয়ালমারি রোডে যাচ্ছিল এরপর থেকে তাকে আর দেখা যায় নাই।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান ।তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
যোগাযোগের নাম্বার: ছেলেটির ভাইয়ের নাম্বার ০১৭১৭৯২৫৫৯১
বাবার নাম্বার: ০১৯৬৪০৪৩৭২০।
আমাদের একটু সহযোগিতায় ছেলেটি তার পরিবার ফিরে পাবে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: