শত জল্পনা-কল্পনার মধ্য দিয়ে বিয়ে করেছিলেন নাসির ও তামিমা। দৌড়াতে হয়েছে আদালতেও। এরই মধ্য দিয়ে সুখবরের বার্তা নিয়ে এসেছে এই দম্পতি। ৮ এপ্রিল তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।
গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটার নাসির। বিষয়টি যদিও আগে থেকেই তাদের সংসারে নতুন অতিথির আগমনের খবর জানিয়েছিলেন নাসির তাম্মি দম্পতি। কিছুদিন আগে তানিয়ার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন নাসির, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা হবু মা। নাসিরের হাতে ছিল বাবা লেখা একটি প্ল্যাকার্ড। সব মিলিয়ে তারা সুখের সংসার করছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন এই নব দম্পতি।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: