• ঢাকা
  • শুক্রবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

বোয়ালমারীতে  ধর্ষণ মামলার আসামী আটক


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১৩ পিএম
বোয়ালমারী,  
আসামী আটক,

বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি 
 
ফরিদপুরের বোয়ালমারীতে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামী মো. মারজুম মৃধাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে বোয়ালমারী ফায়ার সার্ভিসের বিপরীত পাশের এক বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। মারজুম মৃধা উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পশ্চিমপাড়া গ্রামের রফিক মৃধার ছেলে। গ্রেফতারকৃতকে বুধবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের বিপরীত পাশের এক বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।


এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালুর দায়ের করা মামলায় মারজুম মৃধাকে একমাত্র আসামী করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ওই ছাত্রীটি স্থানীয় বনচাকী মাদ্রসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। মেয়েটির মা ১৪ বছর আগে মারা যান আর বাবা দুবাই প্রবাসী। সে মামা বাড়ি থেকে পড়ালেখা করে। গত ১০ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে মারজুম মৃধা মেয়েটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
উল্লেখ্য, মারজুম মৃধা ঘটনার পর থেকে পলাতক ছিলো।

Newsofdhaka24.com / টুটুল বসু

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ