• ঢাকা
  • রবিবার, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ০৫ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪০ পিএম
play

তাজুল ইসলাম,

আধার কেটে নতুন আলোর দিশা।
এটাই ছিল  নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম কোন ম্যাচ জেতা।  নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ টেস্ট সিরিজে।

আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের দুঃসময়ে কাটছিল ক্রিকেট দলের এই যে তার মাধ্যমে কেটে গেল সমস্ত আধার জয়ের দেখা মিলল পুনরায়।

গতবারে টেস্টে ৭ ম্যাচে ৬ টি তেই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ।

তবে আঁধার কেটে  নতুন আলোর দিশা। চতুর্থদিনে অসাধারণ বোলিং করে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন এবাদত হোসেন চৌধুরী, ওই দিনের শ্রেষ্ঠ খেলোয়ার ও তিনি।

৯ বছরের মধ্যে ৪৭ ম্যাচ খেলার পরে ৫ উইকেট পেলেন বাংলাদেশ। এ যেন এক নতুন ইতিহাস। 

তাসকিন আহমেদ ও দুর্দান্ত পারফরম্যান্স করে।

সংক্ষিপ্ত বিবরণ

নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৩২৮
বাংলাদেশ প্রথম ইনিংস -৪৫৮

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস আগের দিন (১৪৭/৫) ৭৩.৪ অভারে ১৬৯, 

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস
লক্ষ্য ৪০, ১৬.৫ ৪২/২

ফলাফল- বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

 

বাংলাদেশ ১-০ তে এগিয়ে
এবং ম্যান অফ দ্যা ম্যাচ ইবাদত হোসেন চৌধুরী।

Newsofdhaka24.com / তাজুল ইসলাম

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ