কুড়িগ্রাম প্রতিনিধি : ১৯-০৫-২০২২
কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অণূর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেলগাছা ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ ২-০ গোলে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
বিজয়ীদলের পক্ষে গোল দুটি করেন ৬নং জার্সীধারী বাবু ও ১৩নং জার্সীধারী মাঈদুল। চলতি মাসের ১১ মে থেকে প্রতিযোগতিাটি শুরু হয়। এতে সদর উপজেলা থেকে ৮টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহন করে।
চুড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন সদর ইউএনও মো. রাসেদুল হাসান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সিনিয়র ফুটবল খেলোয়াড় মো. আব্দুল মতিন মিয়া।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: