
কাতার বিশ্বকাপ এখন লিওনেল মেসির হাতে। দেড় দশকের ক্যারিয়ারে মেসির একমাত্র অপ্রাপ্তি ঘুচে গেল আজ ১৮ই ডিসেম্বর কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে।
মেসির অপেক্ষার অবসান ঘটার সঙ্গে আর্জেন্টিনারও বিশ্বকাপের জন্য ৩৬ বছরের অপেক্ষার পালা শেষ হয়েছে।
ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জিতলো কাতার বিশ্বকাপে।
প্রথমার্ধে এমন কোনও মুহূর্ত তৈরি করতে পারেননি কিলিয়ান এমবাপে বা অলিভিয়ের জিরু।
ফ্রান্স দিশেহারা হয়ে পড়েছিল।
এই ম্যাচে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার জন্য আরেক নতুন কৌশল নিয়ে আসেন।
আনহেল দি মারিয়াকে নামান তিনি বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে, ফাইনাল ম্যাচে।
ম্যাচের শুরু থেকে ফ্রান্স ছিল দুর্বল অবস্থায়, দি মারিয়া যেন সেই সুযোগই নিয়েছেন।
পেনাল্টি আদায় করেছেন, তার কিছুক্ষণ পরে নিজেই গোল করে ফ্রান্সের পরিস্থিতি আরও শোচনীয় করে ফেলেন।
জারমেইন জেনাস এই দ্বিতীয় গোলটিকে যথাযথ টিম গোল বলে বর্ণনা করেন।
মেসির সাথে জুটি গড়ে ম্যাক অ্যালিস্টেয়ার বল নিয়ে দি মারিয়াকে সাহায্য করেন, ৩৬তম মিনিটে দি মারিয়া ব্যবধান দ্বিগুণ করেন।
আর্জেন্টিনার দুই গোল ফ্রান্স জিরো। হাফ টাইম বিরতি।
হাফ টাইমের পরে ফ্রান্স ২ গোল করেন। পরবর্তী অতিরিক্ত টাইমে আরো দুই পক্ষই একটি করে গোল অর্জন করেন। তখন ৩/৩ গোলের সংখ্যা।
শেষ পর্যন্ত খেলা গড়ালো পেনাল্টি শুটআউটে।
এখানে আবারও নায়ক আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুট আউটের নায়ক আরো একবার নায়ক হয়ে উঠলেন।
ম্যাচের আগে বলেছিলেন, মেসির জন্য জীবন দিতে পারবেন।
তিনি মেসিকে বিশ্বকাপ উপহার দিলেন।
বিশ্বকাপের সেরা ফাইনালগুলোর একটি উপহার দিলো ফ্রান্স ও আর্জেন্টিনা।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: