
স্টাফ রিপোর্টার : রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের দু'গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-সেনাবাহিনী কাজ করে।
বুধবার বিকাল ৪টা ৩০মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী ও সিটি কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধলে, একপর্যায়ে তা অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়ে। ব্যাপক মারামারির সৃষ্টি হয়। এতে দু'পক্ষের বেশ কয়েক আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ- সেনাবাহিনী রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে।
আহত শিক্ষার্থীদের মধ্যে, ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, ২০১৯-২০ সেশনের মেহেদী হাসান খুব গুরুতর আহত হয়েছে। তার দু'পায়ে বেশ কয়েকটি রাবার বুলেটের চিহ্ন দেখা যায়। সে সহ আরো অনেকেই ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: