হুফফাফুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলফাডাঙ্গা উপজেলা শাখায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় চান্দড়া মাদ্রাসার গৌরবময় সাফল্য।
আলফাডাঙ্গা উপজেলায় আয়োজিত এই প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী চান্দড়া মাদ্রাসা তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে উপজেলা পর্যায়ের সকল মাদ্রাসাকে পিছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে তাদের চমকপ্রদ ফলাফলঃ
* ৩০ পারা গ্রুপ: ১ম, ২য়, ৪র্থ ও ৫ম স্থান।
* ৩০ পারা সিগার গ্রুপ: ৩য় ও ৫ ম স্থান।
* ২০ পারা গ্রুপ: ৪র্থ, ৫ম ও ৭ম স্থান।
* ১০ পারা গ্রুপ: ৫ম স্থান।
* ০৫ পারা গ্রুপ: ৩য় ও ৪র্থ স্থান।
বিঃদ্রঃ মোট পুরুষ্কার ১৮ জন ছাত্র পেয়েছে এবং জেলা পর্যায়ে ১২ জন ছাত্র উত্তীর্ণ হয়েছে।
চান্দড়া মাদ্রাসার এই অনন্য অর্জন তাদের দীর্ঘদিনের শিক্ষা ও প্রতিভার ধারাবাহিকতা এবং নিষ্ঠার প্রতিফলন। তাদের সাফল্য শুধু মাদ্রাসার জন্যই নয়, পুরো অঞ্চলের জন্য গর্বের বিষয়। চান্দড়া মাদ্রাসা ভবিষ্যতেও এভাবেই সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
চান্দড়া মাদ্রাসা বরাবরের মতোই তাদের শিক্ষার গুণগত মান এবং প্রতিভার প্রমাণ দিয়ে সকলকে মুগ্ধ করেছে।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: