
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়ার বিশিষ্ট সাংবাদিক মরহুম মকবুল হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী আজ।
কথায় রয়েছে "পৃথিবীটা যেমন আছে ঠিক তেমনই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে"। ঠিক তেমনি মহান সৃষ্টিকর্তার ডাকে পরিবার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গত ২০২২ সালের ৩০ জুলাই চলে গেছেন সাংবাদিক মকবুল হোসেন।
মৃত্যু’র আগে মরহুম মকবুল হোসেন দৈনিক লোকায়ন,দৈনিক মানব বার্তা সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেছেন।
মরহুম মকবুল হোসেন শুধু একজন সাংবাদিক ছিলেন না। ছিলেন একজন ভাল লেখক ও সংগঠক। এছাড়াও তিনি স্থানীয় পরিবহন শ্রমিকদের বিপদ আপদে দিয়েছেন নেতৃত্ব। মৃত্যু কালীন সময় পর্যন্ত রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি দায়িত্ব পালন তিনি।
মরহুমের মৃত্যুবার্ষিকীতে জেলাধীন বিভিন্ন সাংবাদিক,সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি দেশবাংলা পত্রিকা'র দিনাজপুর ব্যুড়ো চীফ বিশাল রহমান ও রুহিয়া প্রতিনিধি আল ফয়সাল অনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানায়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তারা জানায়, ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় মরহুম সাংবাদিক মকবুল হোসেনের ত্যাগ তিতিক্ষার কথা তৃণমূল পর্যায়ের সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: