• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২০ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

বোয়ালমারীতে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন চতুল ইউনিয়ন


Newsofdhaka24.com ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৮ পিএম
বোয়ালমারী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যে সামনে রেখে সারা দেশের মতো ফরিদপুরের বোয়ালমারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি  প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৮) অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চতুল ইউনিয়ন (অনূর্ধ্ব-১৮) দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল
৪টার দিকে বোয়ালমারী কেন্দ্র শহীদ মিনার চত্বরে  বোয়ালমারী  উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়।

এ প্রতিযোগিতায় চতুল ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল চ্যাম্পিয়ন ও গুনবহা ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল রানারআপ হয়েছে। এতে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন চতুল দলের খেলোয়াড় আতিকুল শেখ।
১টি পৌরসভাসহ দশটি ইউনিয়নের মোট ১১টি দল এ খেলায় অংশ গ্রহণ করে।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হতে ট্রফি  তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।  এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন প্রমুখ। 
এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকের  উপস্থিত  ছিলো চোখে পড়ার মতো ।


টুটুল বসু,
বোয়ালমারী, ফরিদপুর 

Newsofdhaka24.com / News

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ