• ঢাকা
  • শুক্রবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

বাঙ্কারে মোবাইল কোর্টের উপর বালু-পাথর উত্তোলনকারীদের হামলা


Newsofdhaka24.com ; প্রকাশিত: সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২৪ পিএম
বাঙ্কারে মোবাইল

রুহুল আমিন বাবুল কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে মোবাইল কোর্টের অভিযানের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার ২ ডিসেম্বর সন্ধ্যায় ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।

 

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে তাকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীরা।তাদের ছোঁড়া ঢিলে এসিল্যান্ড অফিসের একজন ও অভিযানে অংশ গ্রহণকারী একজন পুলিশ সদস্য আহত হোন।পরে পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে তারা চলে আসেন।

 

এঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। বাঙ্কারের অভিমুখে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসময় বাঙ্কারের কাছাকাছি যাওয়া মাত্র পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে সেখান থেকে আমরা চলে আসি।

Newsofdhaka24.com /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ