• ঢাকা
  • শুক্রবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

হত্যাচেষ্টা মামলায় বহিস্কৃত ছাত্রলীগ নেতা শুভ্রদেব সিং গ্রেফতার 


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১৭ পিএম
গ্রেফতার 
ছাত্রলীগ নেতা গ্রেফতার, 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে নানা অপকর্মে জড়িত, আলোচিত -সমালোচিত, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শুভ্রদেব বিশ্বাস ওরফে শুদেব সিংকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। 

সম্প্রতি এক স্বর্ণ কারিগরকে ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় পলাতক, বিতর্কিত ওই ছাত্রনেতা পরিচয়ধারী সন্ত্রাসীকে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী মাগুরা জেলা থেকে গ্রেপ্তার করা হয়। 

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শুভ্রদেব বিশ্বাস ওরফে শুদেব সিং পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার সুধির সিংয়ের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

থানা পুলিশ সূত্রে জানা যায়, 
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা গ্রামের বাসিন্দা  ব্রজেন কর্মকারের ছেলে স্বর্ণ কারিগর  হৃদয় কর্মকারকে
গত ৪ মে শনিবার দুপুরে পৌর সদরের কৃষি ব্যাংক সংলগ্ন বড় পুকুর পাড়ে পথরোধ করে ভ্যান থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় শুদেব।  আহত হৃদয় কর্মকারকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক ।  অস্ত্রের আঘতে হৃদয়ের বাম হাতের  দুটি রগ কেটে যায়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শুদেব সিং । 
এ ঘটনায় হৃদয় কর্মকারের মা বেদেনা কর্মকার বাদি হয়ে দণ্ডবিধির ৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় শুভ্রদেব সিংকে একমাত্র আসামী করে একটি হত্যাচেষ্টা  মামলা করেন। মামলা নং ০৯(০৫)২৪। 

মামলার পর থেকেই শুদেবকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চালায় থানা পুলিশ। ১৫ মে ভোর সাড়ে পাঁচটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর থেকে পুলিশ উপপরিদর্শক মামুনের নেতৃত্বে বোয়ালমারী থানার চৌকস একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- শুদেব নানা অপকর্মে জড়িত। তাকে গ্রেপ্তার করে ১৫ মে দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  

উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৬শে মার্চ কোমরে পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে জনমনে ভয়ভীতি ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। সে সময় আলোচিত এই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়। 

Newsofdhaka24.com / News

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ