রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া বিপুল পরিমাণ নেশা জাতীয় মাদক ধ্বংস করা হয়েছে।
আজ ১৫ নভেম্বর শনিবার সকাল দশটায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডের মাঠে জব্দ করা মাদকগুলো ধ্বংস করা হয়।
সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন এবং ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল মিয়ার উপস্থিতিতে বিপুল সংখ্যক এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৪১০০ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ। ৩০ বোতল ফেনসিডিল ও ৭৭ হাজার শেখ নাসির উদ্দীন বিড়ি।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, যোগদানের পরপর বড় বড় কয়েকটি মাদকের চালান আটক করা হয়েছিল সেই মাদকের চালান এবং এর পূর্বেরও কিছু মাদক ও ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ধ্বংস করা হয়।আজ সকালে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে তার সামনেই সকল মাদক ধ্বংস করা হয়।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: