ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চাচা ভাতিজার দুই পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন মুরাদ শিকদার।
৭ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের নিহত ইমরান শেখ ও নাঈম শেখের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ শিকদার ।
এসময় উপস্থিত ছিলেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুল হক মৃধা, ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন, মো. সোহেল, মো. আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য চায়না বেগম, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক এজিএস মনিরুজ্জামান মনির প্রমুখ।
এসময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তরুণ এ রাজনীতিবিদ। এবং সুখেদুঃখে পরিবার দুটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য গত ৫ মার্চ সকাল ৭ টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর বিন্নাহুরি এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে পিকআপ- ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী চাচা- ভাতিজা।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: