• ঢাকা
  • শুক্রবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

দোলনায় খেলতে গিয়ে শিশু রিয়ানের মৃত্যু


Newsofdhaka24.com ; প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৭ এএম
রিয়ানের মৃত্যু
শিশু রিয়ানের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় চা​ন্দ্রড়া​​​​​​ গ্রামে মফিদুল ইসলামের বড় ছেলে রিয়ান ইসলাম (৮) দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুটির মৃত্য।

শিশু রিয়ান চান্দ্রড়া নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী,

রোববার, ১৩ নভেম্বর দুপুর দুইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে ঘটনা ঘটে। সে চান্দ্রড়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে মাদ্রাসার ক্লাস শেষে বাড়িতে আসে রিয়ান। পরে ঘরের মধ্যে একা খেলা করছিলো সে। এসময় বাড়িতে থাকা তার মা ঘরের বাহিরে গৃহস্থালি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরে গিয়ে দেখে তার শিশুপুত্র বেলকুনির জানালার গ্রিলের সঙ্গে একটি রশির সাথে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে আছে।

এরপর পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব‍্যরত চিকিৎসক তাহেরা তাবাচ্ছুম তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া নিয়মতান্ত্রিক পদ্ধতিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

দুর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ