
মো: স্বাধীন ইসলাম মেঘ, স্টাফ রিপোর্টার: রংপুর.
উওর বঙ্গের বৃহওম ও বিভাগীয় রংপুরের প্রান কেন্দ্র পায়রা চত্বর থেকে পূর্ব দিকে ও সরকারি ভুমি অফিসের সামনে সেন্ট্রাল রোডে অবস্থিত একটি সুনাম ধারী বেসরকারি প্রতিষ্ঠান '' রংপুর আইডিয়াল ইনিস্টিউট অব টেকনলোজি '' বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন নিয়ে ২০০৯ সাল থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইন্জিনিরারিং কার্যক্রম শুরু করে। যার প্রতিষ্ঠা কোডঃ ১৬১০০ । রর্তমানে এখানে ০৭ টি টেকনোলজি সিভিল, ইলেকট্রক্যাল, কম্পিউটার,মেকানিকাল, ইলেকট্রনিকস, টেক্সটাইল ও গার্মেন্টস, ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং। বর্তমান শিক্ষার্থী সংখ্যা (৩০০০)তিন হাজারের ও বেশি ।.
.
রংপুর বিভাগের অন্যা অন্য বেসরকারি পলিটেকনিকের তুলনায় এখানে অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সরকার নানা ধিক বিবেচনা করে ১২ টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কে গ্রান্ট প্রাপ্তির জন্য চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয় এর মধ্যে রংপুর বিভাগে সনাম ধন্য বেসরকারি প্রতিষ্ঠাব হিসাবে বিশ্ব ব্যাংকের STEP প্রকল্প গ্রান্ট প্রাপ্তিক এর জন্য নির্বাচিত হয়েছে। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনলোজি ( RIIT) ১৪ ফেব্রুয়ারি ২০১৭ সালে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে এর জন্য চুক্তি পত্র সম্পদিক হয়। এ প্রকল্পের অর্থে এর শিক্ষার্থীরা যুগোপযোগী টেকনলোজি ভিত্তিক ল্যাব ও ওয়ার্কশপ সমুহের আধুনিকরনের জন্য যন্ত্রপাতি সুবিধা, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উন্নত শিক্ষার জন্য শিক্ষকগনের দেশে ও বিদেশে প্রশিক্ষণ সহ পাসকৃত শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুবিধা পাবে। .
.
প্রতিষ্ঠানটির পাঠদান পদ্ধতি সমূহ ঃ.
* পি এইচ ডি ডিগ্রীধারী, মাষ্টার ডিগ্রী, বি এস সি ইঞ্জিনিয়ার সহ পলিটেকনিক এর অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাশ পরিচালনা করা হয় ।
* সর্বোচ্চ সংখ্যক তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাশের নিশ্চয়তা।
* ক্লাশে শতভাগ উপস্থিতির লক্ষ্যে বিভিন্ন কৌশল নির্ধারণ ও সার্বক্ষণিক অভিভাবকদের সঙ্গে মতবিনিময়।
* নিয়মিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা।
* হ্যান্ড নােট সহ অতিরিক্ত বিশেষ ক্লাশের ব্যবস্থা আছে, যার ফলে প্রাইভেট পড়ার প্রয়ােজন হয় না ।
৫ শিক্ষার্থীদের তত্ত্বাবধানের জন্য গাইড শিক্ষকের ব্যবস্থা।.
৪ মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ক্লাস গ্রহণ।
* ডাটাবেজ সফটওয়্যারের মাধ্যমে উপস্থিতি ফলাফলসহ প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাদি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সহজে অবহিতকরণ ।
* মহিলা শিক্ষার্থীদের আলাদা কমনরুম ও মহিলা গাইড শিক্ষকের ব্যবস্থা।
• নিয়মিত ইন্ডাস্ট্রি ভিজিটের ব্যবস্থা।
* ছাত্র-ছাত্রীদের ক্লাসের পাঠদান ও ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষকদের মূল্যায়নকরণ।
* Wi-Fi-এর মাধ্যমে ছাত্র/ছাত্রীরা প্রয়ােজনীয় সময়ে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা।
* সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিংকরণ।
কোর্স শেষে প্লেসমেন্ট সেলের মাধ্যমে কর্মসংস্থানের সহায়তা করা।.
.
ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে
রংপুর আইডিয়া ইনস্টিটিউট অব টেকনলোজি ( RIIT)
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ 01883096162
মোঃ রিফাত স্যার , জুনিয়র এস্ট্রাকটর (RIIT)
মোবাইল নম্বরঃ 01718129174.
.
Newsofdhaka24.com / মো স্বাধীন ইসলাম মেঘ
আপনার মতামত লিখুন: