![website logo](https://www.newsofdhaka24.com/webimages/logo.png)
স্কুল কলেজ ছুটি বেড়েছে আরও ২ সপ্তাহ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী আরও জানিয়েছেন করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি আরো কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ করেছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন।
শ্রেণিকক্ষে পাঠদান আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল কিন্তু দেশে করোনা ভাইরাস সংক্রমণ উচ্চতায় ছড়িয়ে পড়ার ফলে আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সংশ্লিষ্টরা জানিয়েছেন সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী ৮০% শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে বর্তমানে তাদের দ্বিতীয় ডোজ এর কাজ চলছে।
মন্ত্রী আরো বলেন, করুণা ভাইরাস সংক্রমণের হার শতকরা ৩০ ভাগের কাছাকাছি। এই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ আরো দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। মন্ত্রী আরও বলেছেন করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি আমরা বেশি করে মেনে চলবো। তাতে করে আমাদের সংক্রমণের হার দ্রুত করে কমে আসবে যাতে আমরা দ্রুত করে আমাদের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের ব্যবস্থা করতে পারি।
Newsofdhaka24.com / নিউজ অব ঢাকা
আপনার মতামত লিখুন: