নাইমুর রহমান, ইবি প্রতিনিধি-
১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, শীতকালীন ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত অফিসসমূহ এবং ৩ জানুয়ারি পর্যন্ত ক্লাস সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।
এদিকে প্রভোস্ট কাউন্সিলের ১২৬ তম জরুরি সভায় শীতকালীন ছুটিতে প্রতি হলে রাতে অন্তত অতিরিক্ত ২ জন এবং দিনে অন্তত অতিরিক্ত ১ জন নিরাপত্তা প্রহরির ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আসাদুজ্জামান বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলসমূহ খোলা থাকবে। এছাড়া ছুটিতে হলসমূহে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: