
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আনাতোলি চুবাইস পদত্যাগ করে রাশিয়া ছাড়ছেন।
এ তথ্য জানিয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
প্রতিবাদ স্বরুপ পদত্যাগ করছেন চুবাইস যুদ্ধে।
রাশিয়ার টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সমন্বয়ের দায়িত্বে ছিলেন চুবাইস প্রতিবেদনে বলা হয়েছে।
চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করছেন এ প্রসঙ্গে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
চুবাইস পদত্যাগের বিষয়ে কিছু বলেননি ।পদত্যাগের পরে তিনি রাশিয়া ছাড়বেন কিনা সেটি তাঁর ব্যক্তিগত বিষয়।
পেসকভ ও পররাষ্ট্র মন্ত্রী সেগেই লাভরভ ছাড়া পুতিনের ঘনিষ্ঠ অল্প কয়েকজনকে জনসম্মুখে দেখা গেছে সম্প্রতি কয়েক সপ্তাহে।
নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ দুই কর্মকর্তা প্রতিরক্ষামন্ত্রী সেগেই শোইগু ও চিফ-অফ-স্টাফ ভালেরি গেরাসিমভকে কোথাও দেখা যাচ্ছে না।
বুধবারে একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখায়লো পোদোলিয়াক।
রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান দের ও দেখা যাচ্ছে না।
১৯৯০ সালের রাশিয়ার অর্থনৈতিক সংস্কারের ভূমিকার জন্য আলোচনায় ছিলেন চুবাইস সোভিয়েত ইউনিয়নের পতনের পরে।
তিনি প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের শাসনামলে বেসরকারি খাতে উন্নয়ন করেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: