• ঢাকা
  • সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

বোয়ালমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন 


Newsofdhaka24.com ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৪৪ এএম
জনসংখ্যা দিবস উদযাপন 
বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। 

 এ উপলক্ষে বোয়ালমারী উপজেলা পরিষদের হল রুমে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় । 

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরী। 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শিকদার সাইফুল আলম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার প্রকাশক ও সম্পাদক এ্যাড. কোরবান আলী প্রমুখ।
জানা যায়,গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস থাকলেও এবছর দিবসটিতে সরকারি ছুটি থাকায় ১৪ জুলাই সোমবার দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয় সরকার। 

আলোচনা সভায় বক্তারা  জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, তরুণদের প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তারুণ্যের ক্ষমতায়নের উপর জোর দেন।
বক্তারা বলেন - শুধু আলোচনা নয়, পছন্দের পরিবার গড়তে মাঠ পর্যায়ে
সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ বেগবান করতে হবে। 

আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তানভির হাসান চৌধুরী।  এছাড়া মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা বাস্তবায়নে  পরিবার কল্যাণ সহকারী খুরশিদা খানম, পরিবার কল্যাণ পরিদর্শিকা সুবর্ণা বিশ্বাস ও পরিদর্শক মো.মফিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। 


টুটুল বসু,
বোয়ালমারী ফরিদপুর 

Newsofdhaka24.com / News

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ