
ভারতের নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিন সফরে পাঁচ সেপ্টেম্বর ভারত আসছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী আরো বলেন, এ সফর উভয় দেশের মধ্যকার বহু প্রকার দ্বিপাক্ষীয় সম্পর্ক আরো সমৃদ্ধি করে তুলবে। সুতরাং এ সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক সাংস্কৃতিক ও পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার।
সাম্প্রতিক সময়ে উভয় দেশে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ রয়েছে। যোগাযোগ কে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুখপাত্র আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ সফরে এসেছিলেন ২০১৯ সালে।
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: