শুক্রবার (১৬ আগস্ট) থাই পার্লামেন্টের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সিনাওয়াত্রা।
৩৭ বছর বয়সী সিনাওয়াত্রা দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট মেয়ে।
চলতি সপ্তাহের শুরুতে নৈতিকতা লঙ্ঘনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে আদালতের রায়ে বরখাস্ত করার পর সংসদ সদস্যদের ভোটাভুটিতে নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন পেতংতার্ন।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা রোল কল ভোটের পর দেশটির জাতীয় পরিষদের সভাপতি ওয়ান মুহাম্মাদ নূর মাথা ঘোষণা করেন, পেতংতার্ন ৪৯৩ জন সংসদ সদস্যের মধ্যে ৩১৯ জনের সমর্থন পেয়েছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যা প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তাকে আনুষ্ঠানিক নিয়োগ দেবেন থাই রাজা মাহা ভাজিরালংকর্ন।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: