• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

কুড়িগ্রামে ওজনে কারচুপি দেয়ায়  পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা


Newsofdhaka24.com ; প্রকাশিত: সোমবার, ০৮ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১১ এএম
ফিলিং স্টেশন
সোনামনি ফিলিং স্টেশন

কুড়িগ্রাম প্রতিনিধি : ০৭-০৮-২০২২
    কুড়িগ্রামে ওজনে কারচুপি দেয়ার অপরাধে শহরের সোনামনি ফিলিং স্টেশনের মালিক আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বাজার অভিযানকালে উক্ত জরিমানার ঘটনাটি ঘটে।


    জানা গেছে, সোনামনি ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার পেট্রোলে ২৬০ মিলিলিটার কম পেট্রোল দেয়া হচ্ছিল। অভিযানের সময় কারচুপির বিষয়টি ধরা পরে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান পেট্রোল পাম্প মালিক আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বেশ কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হলেও সেই পাম্পগুলোতে তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক নাসির উদ্দিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
 

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ