সানজিদা আক্তার এশা
এবার ঈদে ছয় শতাধিক ডিজাইন বাটায়
গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বাটা এবারের ঈদে কালেকশন নিয়ে এসেছে ছয় শতাধিক ডিজাইনের জুতা।
বাচ্চাদের এই কালেকশনে রয়েছে আকর্ষণীয় ও এক্সক্লুসিভ সব জুতা ,সব বয়সের সবার জন্য ছেলে ও মেয়ে উভয়ের।
এবারের এই ঈদে বাটা নিয়ে এসেছে উন্নত প্রযুক্তির ফ্যাশনেবল স্টাইলিশ ও কম্ফোর্টেবল জুতা জানিয়েছে বাটা।
অত্যাধুনিক প্রযুক্তিতে প্রস্তুত কারির মধ্যে একটি অন্যতম হল মেমোরি ফোম যা দেয় দীর্ঘ স্থায়িত্ব এবং দেয় ৫০ শতাংশ বেশি আরাম।
আরামদায়ক প্রযুক্তি মধ্যে অন্যতম আরেকটি হলো অর্থলাইট কুশোনি যারা ফ্লাট ফুট সিনড্রোম পছন্দ করেন।
অ্যান্টিব্যাকটেরিয়াল লাইফ টেকনোলজি বৈশিষ্ট্য দিয়ে তৈরি জুতাগুলো।
প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায় দেশের সর্ব প্রথম ও বৃহত্তম অনলাইন জুতার স্টোর হিসেবে এগিয়ে গিয়েছে বাটা।
২০০০এর ও বেশি ডিজাইন আছে ওয়েবসাইট batabd.com এ।
এই ঈদে বাটায় ব্রাক ব্যাংকের ক্রেডিট কার্ড এর উপর ক্যাশব্যাক অফার রয়েছে এবং বিকাশ ও নগদ প্রেমেন্ট এর উপর ও ক্যাশব্যাক অফার রয়েছে এই অফারটি সীমিত সময়ের ঈদের দিন রাত পর্যন্ত।
Newsofdhaka24.com / সানজিদা আক্তার এশা
আপনার মতামত লিখুন: