বৈদেশিক মুদ্রার রেজার অব্যাহত গতিতে কমেছে গত এক সপ্তাহের ব্যবধানে গ্রস হিসাবে রিজার্ভ কমেছে ১০ কোটি মার্কিন ডলার মিটি হিসাবে কমেছে চার কোটি ডলার।
আজ দিনের শুরুতে দেশের গ্রোস রিজার্ভ ছিল ২৯৫৪ কোটি ডলার। গত ১ সপ্তাহের পার্থক্যে গ্রস রিজাভ কমেছে ১০ কোটি ডলার।
সরকার বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়ার চেষ্টা করছে এসব ঋণ দিয়ে যাবে যোগ হলে এর উপর চাপ কিছুটা কমে আসবে বলে আশা করা যায়।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: