অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ লিয়াকত আলী (৩১) টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসের (৪৮) মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
আজ সোমবার (৩১) জানুয়ারি বিকেল চারটার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল এই রায় ঘোষণা করেছেন।
এবং ৭ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
২০২০ সালের ৩১ জুলাই রাতে রিসোর্টে যাওয়ার পথে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এপিবিএন পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: