
কুড়িগ্রাম প্রতিনিধি: ১১-০৫-২০২২
কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অণূর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ ৫-০ গোলে ঘোগাদহ ইউনিয়ন পরিষদকে পরাজিত করে সহজ জয়লাভ করে।
বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, জিল্লুর রহমান টিটু প্রমুখ।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্ণামেন্টে সদর উপজেলার ৮টি ইউনিয়নের ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামি ১৯ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ ৫-০ গোলে গোঘাদহ ইউনিয়ন পরিষদ অণূর্ধ-১৭ বালক ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: