কুড়িগ্রাম প্রতিনিধি : ২৮.০৭.২২
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: শওকত আলী বীর বিক্রমকে গুরুতর অসুস্থ্যতাজনিত কারনে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার দুপুরে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা করা হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার হ্যালিপ্যাড মাঠ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় চিকিৎসার জন্য রওনা করা হয়। এসময় কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগ সভাপতি মোঃ জাফর আলী,চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান,উপজেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু,যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফা রঞ্জুসহ জেলা ও উপজেলা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি-ইমেইলে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: