• ঢাকা
  • বুধবার, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

সাংবাদিক সংবর্ধনা পেলেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২৮ এএম
সাংবাদিক

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫ উপলক্ষে সৎ পথের পথিকরা সংগঠন কতৃক সেরা নার্স, মিড‌ওয়াইফ সম্মাননা পদক প্রদান এবং সাংবাদিক সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সামাজিক ও মানবিক কাজের সংবাদ উপস্থাপনে বিশেষ অবদান রাখায় কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মতপ্রকাশ ও দৈনিক বিজয়ের কণ্ঠ'র স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান নাঈমকে সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার ১২ মে সিলেট নগরীর কেমুসাসে তাহের আহমদের সঞ্চালনায় ও সৎ পথের পথিকরা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আয়েশা সিদ্দিকা প্রীয়া এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. গোল বদন। 
 
এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় দুইশত নার্স মিড‌ওয়াইফ ও অতিথি উপস্থিত ছিলেন।

এতে ৫০ গর্ভনমেন্ট, 
নন-গর্ভনমেন্ট রেজিস্টার্ড নার্স মিড‌ওয়াইফ কে সম্মাননা প্রদান করা হয়। ১০জন নার্স শিক্ষক, সুপারভাইজার,২৭জন গর্ভনমেন্ট রেজিস্টার্ড নার্স ,নার্সিং অফিসার, সিনিয়র স্টাফ নার্স,১৩ জন গর্ভনমেন্ট মিড‌ওয়াইফ কে সম্মাননা পদক প্রদান এবং ৬জন কে সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হয়।

সৎ পথের পথিকরা সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার মুখপাত্র আয়েশা সিদ্দিকা প্রিয়া বলেন- আন্তর্জাতিক নার্সেস দিবস সেবার প্রতীক, সহানুভূতির প্রতিচ্ছবি আমাদের সকল নার্সদের জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন, সিলেট সকল নার্সদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করে।

এই বিশেষ দিনে আমরা নার্সদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মানবিক অবদানকে উদযাপন করি, যারা প্রতিদিন রোগীদের পাশে থেকে সহানুভূতি ও সেবার চেতনায় অনুপ্রাণিত করেন।
আমরা গর্বিত যে আমাদের সংগঠন নার্স ও মিডওয়াইফদের দ্বারা পরিচালিত, যারা প্রকৃত অর্থে ‘সেবার পথিক’।
যেসকল নার্স মিড‌ওয়াইফ সকল পরিবেশে মানিয়ে নিয়ে কাজ করেন, সকল মহামারী তে রোগীর সাথে সরাসরি কাজ করেন তাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই এই প্রতিকূল পরিবেশে উপস্থিত হ‌ওয়ার জন্য, আমাদের ভুলত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়নে আমি আমাদের পুরো টিম কে শ্রদ্ধা নিবেদন করছি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবেট এর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান সায়েম , সিওমেক এর নার্সিং অফিসার শামিমা নাসরিন,BRKCNC এর এসিস্ট্যান্ট প্রফেসর রেক্স‌ওনা জামান - এসিস্ট্যান্ট প্রফেসর, BMS এর জয়েন্ট সেক্রেটারি লুবনা বেগম, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস।

Newsofdhaka24.com / News

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ