• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

হাতিরঝিলে যান চলাচল বন্ধ সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত


Newsofdhaka24.com ; প্রকাশিত: রবিবার, ০৯ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২৭ এএম
hatirjhil
হাতিরঝিল

১০ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022 উপলক্ষে ভোর ৪ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যান চলাচল বন্ধ রাখা হবে।
অনুরোধক্রমে জানালেন ডিএমপি একদিন হাতিরঝিলের এলাকা এড়িয়ে চলাচল করতে হবে।
আজ 8 জানুয়ারী শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ট্রাফিক বিভাগ। ডাইভারশন যান চলাচল নির্বিঘ্নে রাখতে বলা হয়েছে। হাতিরঝিল ট্রেন ক্রসিং হয়েছে সমস্ত যানবাহন চলাচল করে গুলশান বনশ্রী রামপুরা এবং বাড্ডায় সে সব যানবাহন চলবে মগবাজার-মৌচাক হয়ে।


রামপুরা ইউ ফুল এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি চলাচল করায় হাতিরঝিলের মধ্য দিয়ে তারা গুলশান বাড্ডা লিংরোড হয়ে চলাচল করবেন।
হাতিরঝিলের মধ্য দিয়ে যে সমস্ত গাড়ি পুলিশ প্লাজা হয়ে যায় সে সমস্ত গাড়ি পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাব এর মধ্যে দিয়ে বাড্ডা লিংক রোড চলাচল করা যাবে। ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম হতে সকাল সাড়ে ৫টায় কাকলী গুলশান ২ এবং গুলশান ১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে।


 সাময়িক যান চলাচল বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত দলটি চলাচল করবে ততক্ষণ পর্যন্ত। 
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ চলাকালে যানবাহন চলাচল শৃঙ্খলা রক্ষা ও যানজট সকলকে সহযোগিতা কামনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

বিভাগের জনপ্রিয় সংবাদ

এর সর্বশেষ সংবাদ