
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে রুহিয়া বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্বের নিধারিত কর্মসূচি অনুসারে সন্ধ্যায় রুহিয়া বিএনপি পার্টি অফিসে মিটিং চলছিল। অপরদিকে বিএনপি অফিসের বিপরীতে ছাত্রলীগ ও যুবলীগের কিছু রাজনৈতিক নেতারা দীর্ঘ সময়ে অবস্থান করছিল। মিটিং চলাকালে হঠাৎ কেবা কারা বিএনপি পার্টি অফিসের দিকে ঝড়ের মত ইট পাটকেল ছুড়তে থাকে। এতে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: