
রোববার ১৩, নভেম্বর দোলনায় খেলতে গিয়ে শিশু রিয়ান (৮) গলায় ফাঁস লেগে মৃত্যুবরণ করেন।
রোববার দুপুর দুইটার সময় গোপালপুর ইউনিয়নের চান্দড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে মাদ্রাসার ক্লাস শেষে বাড়িতে আসে রিয়ান। পরে ঘরের মধ্যে একা খেলা করছিলো সে। এসময় বাড়িতে থাকা তার মা ঘরের বাহিরে গৃহস্থালি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরে গিয়ে দেখে তার শিশুপুত্র বেলকুনির জানালার গ্রিলের সঙ্গে একটি রশির সাথে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে আছে। এরপর পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহেরা তাবাচ্ছুম তাকে মৃত ঘোষণা করেন।
আজ সোমবার ১৪ নভেম্বর, চান্দড়া নূরানী মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয় পরবর্তীতে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
উক্ত জানাযায় ইমামতি করেন চান্দড়া নূরানী মাদ্রাসার মুহতামিম, হা. মাওঃ আমিনুল্লাহ। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন গোপালপুর নুরানী মাদ্রাসার মুহতামিম হা. মাওঃ আমিরুল ইসলাম।
জানাযার পূর্বে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মুহতামিম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, পরিবারসহ সকলের ধৈর্য ধারণের জন্য দোয়া কামনা করেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: