• ঢাকা
  • শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

ডিজাইন নোভা’তে সেরা ফাতেমা আক্তার শশী


Newsofdhaka24.com ; প্রকাশিত: রবিবার, ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:০২ পিএম
ফাতেমা
ফাতেমা আক্তার শশী

মোঃ হৃদয় হোসেন,

নারীর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অনুপ্রেরণামূলক নাম ফাতেমা আক্তার (শশী)। প্রতিভা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতিচ্ছবি তিনি। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (NID) আয়োজিত Design Nova Competition-এ "High Fashion Look" বিভাগে Fashion Makeup ক্যাটাগরিতে “WINNER” নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেছেন—যোগ্যতা ও মননে নিজেকে এগিয়ে নেওয়াই সফলতার মূল চাবিকাঠি।

আইডি নম্বর: 10:14440009
থিম: High Fashion Look
বিভাগ: Fashion Makeup
পুরস্কার: Design Nova Winner

ছবিতে প্রদর্শিত সম্মাননাপত্রই বলে দেয়, একজন নারীর কতটা শ্রম, নিষ্ঠা ও নিষ্কলুষ প্রতিশ্রুতি লুকিয়ে থাকে একটি স্বীকৃতির পেছনে।

মেকআপ আর্টিস্ট থেকে হয়ে উঠা প্রশিক্ষক

ফাতেমা আক্তার (শশী) একজন সার্টিফাইড বিউটিশিয়ান, যিনি বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে প্রফেশনাল ট্রেইনিং সম্পন্ন করেন।
এই ভিত্তির উপর দাঁড়িয়ে তিনি নিজেকে গড়ে তোলেন একজন সফল মেকআপ আর্টিস্ট ও ট্রেইনার হিসেবে।

বর্তমানে তিনি কাজ করছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে একজন প্রজেক্ট ভিত্তিক ট্রেইনার এবং গ্রুমার হিসেবে। উল্লেখযোগ্যভাবে তিনি ইউনিলিভার বাংলাদেশ-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত থেকে কাজ করছেন।

এছাড়া তিনি ক্রায়োলান বাংলাদেশ এবং ফেস মি লিমিটেড-এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস

তার শিক্ষা জীবনের শুরু লালমাটিয়া মহিলা কলেজ থেকে এবং পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। এই শিক্ষাজীবনই তাঁকে গড়ে তুলেছে আত্মবিশ্বাসী একজন নারী হিসেবে।

সংগ্রামের গল্প, সাফল্যের আলো

একজন মেয়ে হিসেবে পরিবার ও সমাজের নানা বাঁধা অতিক্রম করে ফাতেমা আজ যে জায়গায় পৌঁছেছেন, তা একদিনে হয়নি। অনেক ত্যাগ ও আত্মনিবেদনের পথ পেরিয়ে তিনি আজ সফল, প্রতিষ্ঠিত।
তার এই গল্প হাজারো নারীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

ফাতেমা আক্তার (শশী), তুমি আমাদের গর্ব।
তোমার আলোকিত যাত্রায় আরও অনেকেই স্বপ্ন দেখবে, সাহস পাবে।

Newsofdhaka24.com / News

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ