কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল এর সভাপতিত্বে ও সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সিলেট এর সভাপতি মাহফুজা শারমিন।
এ সময় প্রধান অতিথি বলেন, পুনাক সব সময় গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতের এই সময়ে যাতে দরিদ্র মানুষগুলো উষ্ণ আরামে কিছুটা হলেও শীত অতিক্রম করতে পারে সে লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সিলেট এর সহ-সভাপতি মুশফিকা মাহফুজ, সহ-সভাপতি কারিশমা আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার মুর্ত্তাজুল ইসলাম (এসএএফ), কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ফয়েজ আহাম্মদ প্রমুখ।
Newsofdhaka24.com / রুহুল আমিন বাবুল
আপনার মতামত লিখুন: