• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪৫ এএম
পদ্মা সেতু
পদ্মা সেতুর টোল নির্ধারণ,

পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করতে আর মাত্র কিছুদিন বাকি। তাই সেতুতে পারাপারের জন্য যানবাহন শ্রেণীভেদে টোলের হার নির্ধারণ করা হয়েছে।

টোলের হার:

মোটরসাইকেল ১০০ টাকা, কারো জীবন ৭৫০ টাকা, পিকআপ একহাজার দুইশত টাকা, মাইক্রোবাস ১৩০০ টাকা, ছোট বাস ৩১ আসন বা এর কম ১৪০০ টাকা, মাঝারি ৩২ আসন বা এর বেশি, ২০০০ টাকা, বড় বাস, দুই হাজার চার শত টাকা।

ছোট ট্রাক ৫ টন পর্যন্ত- ১৬০০, ৫ থেকে ৮ পর্যন্ত- ২১০০, মাঝারি ট্রাক ৮ থেকে ১১ টা পর্যন্ত- ২৮০০ টাকা। ট্রাক 3xl পর্যন্ত পাঁচ হাজার পাঁচশত টাকা। ট্রেইলার 4xl পর্যন্ত ৬০০০ টাকা।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

রাজধানী বিভাগের জনপ্রিয় সংবাদ