
মোঃ হৃদয় হোসেন,
দেশের আইনি অঙ্গনে এক উজ্জ্বল নাম এডভোকেট তামান্না আফরিন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের উচ্চ আদালতে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন (শুরু: ১৮ জানুয়ারি, ২০২২)।
তিনি ২০২১ সালের ২১ মার্চ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০১৫ সাল থেকে তিনি হাইকোর্ট বিভাগে এবং ২০২৩ সাল থেকে আপিল বিভাগে আইনজীবী হিসেবে কাজ করছেন।
এছাড়া, তামান্না আফরিন ২০১১ সাল থেকে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য এবং ২০১০ সাল থেকে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত আছেন।
শুধু পেশাগত জীবনেই নয়, শিক্ষাজীবনেও তিনি ছিলেন মেধাবী। তিনি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে পড়াশোনা করেছেন।
আইনের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। তামান্না আফরিনের এই নিরলস পরিশ্রম, সততা ও নিষ্ঠা আজকের তরুণ আইনজীবীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: