• ঢাকা
  • শুক্রবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

খিলখেত শহরে বাটা সু কোম্পানির নতুন সিটি স্টোর


Newsofdhaka24.com ; প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৫৮ পিএম
বাটা সু
বাটা সু কোম্পানির নতুন সিটি স্টোর,

খিলখেত শহরের প্রাণকেন্দ্র এ৫৬ মা কমপ্লেক্স, খিলখেত বাজারে বাটা সু কোম্পানিৱ নতুন সিটি স্টোর উদ্বোধন করা হয়। 
গত ২৮ এপ্রিল ২০২৪ শোরুমটির উদ্বোধন করেন বাটা সু কোম্পানির কর্মকর্তারা। ১৮৯৪ সালে চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত বহুজাতিক এ কোম্পানি সুইজারল্যান্ড থেকে ৮০ টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে।

 এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির বাংলাদেশের রিটেইল ডিরেক্টর  আরফানুল হক, অপারেশন ম্যানেজার প্রশান্ত সাহা, ডিস্ট্রিক্ট ম্যানেজার সৈয়দ আ: মুকীত, স্টোর ম্যানেজার শামীম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Newsofdhaka24.com / News

রাজধানী বিভাগের জনপ্রিয় সংবাদ