রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে তার ফলে ঢাকা কলেজ শিক্ষার্থীরা ১০ দফা দাবি জানিয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের দাবি গুলো নিম্নরূপ:
১. শিক্ষার্থীদের উপর হামলাকারী, উস্কানিদাতা, ইন্দনদাতা তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২. আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব দায়ভার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি ও আইন-শৃঙ্খলা বাহিনী দের নিতে হবে।
৩. হকারদের হামলায় নিহত পথচারী নাহিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
৪. রোগী বহনকারী আম্বুলান্স এর উপর হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
৫. দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর ডিসি-এডিসি নিউমার্কেট থানার ওসিকে প্রত্যাহার করতে হবে ও পুলিশ প্রশাসনকে কলেজ প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে।
৬. মার্কেটের প্রতিটি দোকান সিসিটিভির আওতাভুক্ত করতে হবে।
৭. মার্কেটের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আচরণবিধি প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে।
৮. ফুটপাত দখলমুক্ত অবৈধ কার পার্কিং উচ্ছেদ এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে।
৯. ক্রেতা হয়রানি নারীদের যৌন হয়রানি বন্ধে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করে ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১০. চন্দ্রিমা সুপার মার্কেট ওল নিউ সুপার মার্কেটে ঢাকা কলেজের সম্পদ বাতিল করে ফিরিয়ে দিতে হবে।
ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজিম উদ্দিন খান খুররম অডিটরিয়ম ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাধারন শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী সুজয় বালা ও মাসুম বিল্লাহ।
Newsofdhaka24.com / সানজিদা আক্তার এশা
আপনার মতামত লিখুন: