• ঢাকা
  • বুধবার, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

ভ্যান-রিক্সা চালক শ্রমজীবীদের সম্মানে ব্যতিক্রম আয়োজন 


Newsofdhaka24.com ; প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৩৩ এএম
আয়োজন 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

সমাজে পিছিয়ে পড়া শ্রমিক গোষ্ঠীর অন্যতম অটোরিকশা-ভ্যান চালক গোষ্ঠী।  সমাজিক ভাবে অবহেলিত এই শ্রমজীবী মানুষদের সম্মানে ফরিদপুরের বোয়ালমারীতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ সমাজ সেবক এ্যাড. আলিমুজ্জামান। 
উপজেলার চতুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, তরুণ রাজনীতিবিদ আলীমুজ্জামান চতুল ইউনিয়নের প্রায় ৭ শতাধিক অটোরিকসা, ভ্যান চালকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই সাথে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি। 

১৭ মে দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামে নিজ কৃষি ফার্মে এসব শ্রমজীবী মানুষের সম্মানে এ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় ইউনিয়নটির শতশত অটোরিকশা ভ্যান চালক শ্রমজীবী মানুষ। এ সময় এ্যাড. আলিমুজ্জামান তাদের সম্বোধন জানায় ও প্রত্যেকের কুশলাদি বিনিময় করেন ও শ্রমজীবী মানুষের সাথে খাবার গ্রহণ করেন তিনি। মধ্যহ্নভোজের আয়োজনে ছিলো, সাদাভাত, মুরগী, গরুর মাংস, পায়েস। পর্যাপ্ত খাবার ও আথিতেয়তায় অনেকেই আবেগে আপ্লূত হয়ে পরেন।

সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমজীবী এ অংশের সাধারণ মানুষ 
তাদের শ্রমের মাধ্যমে মানুষকে  পরিষেবা দিয়ে থাকলেও সামাজিক ও রাজনৈতিক ভাবে অনেকটাই অবহেলিত, নিগৃহীত। যখন অনেকে ন্যাযভাড়া দিতেও কৃপণতা করে সেই সময় এমন আয়োজনে তাদের কাজের স্বীকৃতি, সম্মান এবং নিরলস কাজ করতে উৎসাহ বাড়াবে বলে মনে করেন অনেকে।

অটোরিকশা চালক মহিউদ্দিন শেখ বলেন- এ ধরনের আয়োজন আমাদের সম্মান বাড়িয়েছে, সামাজিক সম্পর্ক বৃদ্ধি করেছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদ শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বাবুল বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। 
মুরাদ শিকদার বলেন- এমন উদ্যোগ  সবার মধ্যে সহযোগিতা ও সহনশীলতা বৃদ্ধি করতে একটি ইতিবাচক বার্তা দেয়। আলীমুজ্জামান চতুল ইউনিয়নের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা করেছে সে এ ইউনিয়নের চেয়ারম্যান হলে তা হবে একটি যুগান্তকারী মাইল ফলক।

টুটুল বসু,
বোয়ালমারী,ফরিদপুর

Newsofdhaka24.com / News

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ